বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় যৌথবাহিনীর হাতে পিস্তলসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
পিস্তলসহ আটক
expand
পিস্তলসহ আটক

কুমিল্লার নাঙ্গলকোটে দেশীয় তৈরি একটি এলজিসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন—চিওড়া গ্রামের আলী হোসেনের ছেলে নাসির হোসেন (২৩) এবং দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে তেজের বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় যৌথবাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন। পরে তল্লাশিতে নাসিরের কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, “আটক দুজনকে যৌথবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতে হাজিরের পর দুজনকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন