বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই: নাসিরুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম
expand
সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম

জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, যারা বিএনপি করেন না, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে না; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় ফরিদপুরের মধুখালী ঈদগাহ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। শত নির্যাতন-নিপীড়নের মধ্যেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে আগলে রেখেছেন। আর নির্যাতন ও কারাবরণের শিকার হয়ে দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনে থাকতে বাধ্য হয়েছেন তারেক রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই বিএনপি আজ সুসংগঠিত।

তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে বৈষম্য দূর হবে এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে।

তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে খন্দকার নাসির বলেন, ফরিদপুর-১ আসনে কোনোদিন ধানের শীষ বিজয়ী হতে পারেনি। এইবার সুযোগ পেলে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে আসনটি উপহার দিতে চাই।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছরে অনেক নির্যাতন-নিপীড়ন সয়েও আপনাদের পাশ ছাড়িনি। দল আমাকে সুযোগ দিলে তিন উপজেলার নির্যাতিত পরিবারদের নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করবো। আপনারা সুসংগঠিতভাবে কাজ করুন, ঘরে ঘরে যান, মানুষের ভালোবাসা অর্জন করুন এবং ধানের শীষকে বিজয়ী করুন।

সভায় আরো বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সমাবেশে ৮৮ বছর বয়সী গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের কৃষক আবু সাঈদ ওরফে বাগানকে ধানের শীষ আকৃতির টোপর পরে উপস্থিত থাকতে দেখা যায়। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জিয়াউর রহমানের আদর্শে কৃষক দলের সঙ্গে কাজ করে আসছেন।

এর আগে দুপুর ৩টা থেকে উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ মাঠ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন