বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার হিজলিয়া এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ধাওয়া দিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার গভীররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত হলো- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ (৩৪)।এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে অটোরিকশা যোগে কতিপয় লোকজন মাদক বড় চালান নিয়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওনার খবর পায় বিজিবি।

পরে বিজিবির একটি দল কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী সন্দেহজনক অটোরিকশাটিকে ধাওয়া দেয়। অটোরিকশাটি রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা আটকাতে সক্ষম হয়।

এসময় অটোরিকশাটি তল্লাশী চালিয়ে চালকের সামনের বক্স ও সিটের নিচে পাওয়া যায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা। পরে চালকের ছদ্মবেশে ইয়াবা পাচারকারি এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন