বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি নিয়ে রায়পুরে প্রাণিসম্পদ সপ্তাহ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ পালিত
expand
রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ পালিত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। হলরোড থেকে মার্চেন্ট একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয় এবং র‍্যালীটি পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়।

উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এলডিডিপি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, বর্তমান সরকারের বিনিয়োগ, খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রায়পুরেও ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

খামারিরা জানান, এ ধরনের প্রদর্শনী তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন জাতের প্রাণী, রোগ নির্ণয়, খাদ্য, ঔষধ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাচ্ছেন।

এ বছরের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে স্থানীয় খামারি, উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও পাখি প্রদর্শনী, দুগ্ধ ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ফিড ও ঔষধ কোম্পানি এবং পশু প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল।

প্রধান অতিথি প্রদর্শনীস্থল পরিদর্শন করে প্রত্যেক স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে সরাসরি আলোচনা করেন।

উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মাজারুল ইসলাম, সাবেক উপসহকারী কর্মকর্তা ইকবাল কবির, সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিএফএ কর্মকর্তা কৌশিক মজুমদার, (কৃত্রিম প্রজনন) কর্মকর্তা এস এম মঞ্জুরুল হাসান চৌধুরী, এলএসপি মাহবুব হোসেন রনি সহ ১০ জন এলডিপির এলএসপি ও এলএফএ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, খাদ্য ও ঔষধের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি এই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, খামারিরা যদি এই নীতি ও প্রযুক্তি অনুসরণ করে, তবে রায়পুরের প্রাণিসম্পদ খাত দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার আলোচনা সভায় বলেন, অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি খামারিদের বলেন, যতটা সম্ভব এন্টিবায়োটিক ব্যবহার কমাতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন