

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, কড়াইল বস্তিসহ দেশের বিভিন্ন স্থানে লাগা আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। জনগণ বিশ্বাস করে এগুলোর সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।
বুধবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে স্পষ্টভাবে বলে দিতে চাই- দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কোনো ধরনের সন্ত্রাস বা শৃঙ্খলাভঙ্গ করে নির্বাচন ব্যাহত করা যাবে না। জনগণ এবার ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
আলহাজ্ব মোমিন আলী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরকে যে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে তা বহাল থাকবে না। চূড়ান্ত মনোনয়ন অবশ্যই তৃণমূল যে প্রার্থীকে চায় তাকেই দেয়া হবে এবং জনগণের ভোটে তিনি বিজয়ী হবেন।
মন্তব্য করুন