

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে মোহাম্মদ কালু (৮০) নামের এক বয়োবৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ফুলেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাকের মোহাম্মদ চর স্কুলপাড়া এলাকার মৃত মকবুল আলীর ছেলে ও স্থানীয় জামে মসজিদের মাতোয়ালী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ কালু ও সুরত আফজলের ছেলে ভাতিজা মাস্টার আলী আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আহমদের এক লাথির আঘাতে ঘটনাস্থলেই চাচা মোহাম্মদ কালুর মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তারকে গ্রেফতারের চেষ্টা করলে তাদের আত্মীয়স্বজনেরা ছিনিয়ে নিতে উদ্যত হয়। তবে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন