বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। 
expand
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। 

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি এই স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে আজ বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫।

দেশীয় পশুর জাত সংরক্ষণ এবং সেগুলোর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন নিশ্চিত করাই এই সপ্তাহব্যাপী আয়োজনের মূল লক্ষ্য।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় প্রদর্শনীর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী সভা। জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার সাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)-এর সহযোগিতায় এই প্রদর্শনী চলছে।

এদিকে দামুড়হুদা উপজেলায় আয়োজিত প্রদর্শনীতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্র, জেলা প্রানি সম্পদ কার্যালয়ের উপ পরিচালক ডা. আ হ ম শামীমুজ্জামান, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি।

বক্তারা বলেন , এই আয়োজনে উন্নত দেশীয় জাতের গবাদিপশু, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের আধুনিক পদ্ধতি, রোগ নির্ণয়ের নতুন প্রযুক্তি এবং উন্নত মানের পশুখাদ্য উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে খামারিরা দেশীয় জাতকে কাজে লাগিয়ে কিভাবে লাভজনক খামার তৈরি করতে পারে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় আয়োজিত এই প্রদর্শনী জেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন