বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
expand
বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ার ভেড়ামারায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিদিনের মতো কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে যায়।

এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা মধ্যবয়সী এক ব্যক্তির মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মরদেহ দেখতে পায়।পরে পুলিশে খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রব তালুকদার এনপিবি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে হয়তো তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পরে মরদেহটির মুখে আগুন দিয়ে ধানক্ষেতে ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা।হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মরদেহটি পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি।ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন