বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
নরসিংদীর বাসাইল রেলক্রসিং এ দুর্ঘটনা
expand
নরসিংদীর বাসাইল রেলক্রসিং এ দুর্ঘটনা

নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে নরসিংদীর বাসাইল রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্বজনরা জানান, তিনি নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। পরে বাসাইল রেলগেইট পার হয়ে সামান্য এগোতেই ভৈরব থেকে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ট্রেন আসতে দেখে তারা বারবার তাকে রেললাইন থেকে সরে যেতে বলছিলেন। কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি কারও ডাক শুনতে পাননি। এ সময় পাশাপাশি রেললাইনে একই মুহূর্তে পার হচ্ছিল পারাবত এক্সপ্রেস, ফলে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং রেললাইন থেকে সরে যেতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিরাপদ রেলক্রসিং ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন