বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন
expand
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন

গাজীপুরের টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে বিরিয়ানি হাউজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন।

আফসানা পারভীন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকান গুলোতে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাবার তৈরীর অপরাধে তাদের অর্থদন্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজে পঁচা মাংস এবং পোকা পরা মাংসের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এতে পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এসব বিরিয়ানি হাউজের খাবারের মান নিম্ন মানের হওয়া নিয়েও প্রশ্ন উঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন