বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় দুই সন্তানের গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
আত্মহত্যার খবরে এলাকাবাসীর ভিড়
expand
আত্মহত্যার খবরে এলাকাবাসীর ভিড়

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একই ঘর থেকে এক নারী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

নিহত নারী সাদিয়া বেগমের বয়স প্রায় ২৪ থেকে ২৫ বছর। তার চার বছরের মেয়ে সাইফা এবং সাত মাস বয়সী ছেলে সাইফের লাশও একই বাড়ি থেকে উদ্ধার করা হয়। দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং পরে মা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার সময় সাদিয়ার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। তিনি পেশায় সেনাবাহিনীর সদস্য। ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুরো পরিবারকে কেন্দ্র করে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন