সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢালিউডে কেন তৈরি হচ্ছে না নতুন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা?

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
শাবনূর,মৌসুমী,
expand
শাবনূর,মৌসুমী,

ঢালিউডে দীর্ঘদিন ধরেই দর্শকরা নতুন মুখ পেলেও, সেই কাঙ্ক্ষিত ‘স্টার নায়িকা’ পাওয়া যাচ্ছে না। একসময় মৌসুমী, শাবনূর, পপি কিংবা পূর্ণিমার মতো তারকারা একাই দর্শক টেনে আনতেন হলে। এখনকার নায়িকাদের সেই জনপ্রিয়তা নেই।

বর্তমান প্রজন্মের সংকট

এখন অনেক নায়িকা আলোচনায় আসলেও, তাদের বেশিরভাগই সিনেমার বদলে ব্যক্তিগত জীবন বা বিতর্কের কারণে বেশি শিরোনামে থাকেন। অতিরিক্ত পারিশ্রমিক দাবি, শিডিউল না মানা, কিংবা বারবার ফ্লপ সিনেমায় অভিনয়—এসব কারণে তারা দর্শকের আস্থা হারাচ্ছেন। কেউ কেউ আবার ইউটিউব, ব্যবসা বা রাজনীতির দিকে ঝুঁকছেন।

কারা এখন কাজ করছেন?

ঢাকাই সিনেমায় বর্তমানে কাজ করছেন শবনম বুবলী, জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহী, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, পূজা চেরী, দীঘি, পরীমনি, ববি, অধরা খান, মিষ্টি জান্নাত, আইরিনসহ নাটক থেকে আসা নতুন প্রজন্মের মুখ যেমন নাজিফা তুষি, সাদিয়া আয়মান, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী প্রমুখ। তবে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের হাতে নেই উল্লেখযোগ্য সিনেমা।

তারকাদের বর্তমান অবস্থা

অপু বিশ্বাস: সিনেমায় নিষ্ক্রিয়, এখন বেশি মনোযোগ ইউটিউবে।

মাহিয়া মাহী: রাজনীতিতে সক্রিয় হয়ে চলচ্চিত্র থেকে সরে যাচ্ছেন।

নুসরাত ফারিয়া: বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারে ধাক্কা খেয়েছেন।

পরীমনি: দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত।

পূজা চেরী: একের পর এক সিনেমা ফ্লপের কারণে ব্যাকফুটে।

দীঘি: এখনো হিট ছবি উপহার দিতে পারেননি।

বিদ্যা সিনহা মিম: বেশ কিছুদিন ধরে নতুন কাজে দেখা যাচ্ছে না।

জয়া আহসান, বুবলী, তমা মির্জা, ববি ও তুষি: তুলনামূলক সক্রিয় এবং কিছুটা আলোচনায়।

দর্শকের আস্থা কমে যাচ্ছে

প্রযোজকরা চান এমন মুখ, যাদের নাম শুনেই দর্শক হলে ছুটে আসবে। কিন্তু বর্তমান নায়িকাদের মধ্যে সেই আকর্ষণ নেই। ফলে দর্শকরা হতাশ হচ্ছেন, আর সিনেমা হলেও জমছে না ভিড়।

কলকাতার নায়িকাদের উত্থান

দেশীয় নায়িকাদের দুর্বল অবস্থায় কলকাতার অভিনেত্রীরা ঢাকাই সিনেমায় জায়গা করে নিচ্ছেন। দর্শকদেরও তাদের প্রতি আগ্রহ বাড়ছে। এর ফলে স্থানীয় নায়িকাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন