শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছে বিবিসির দুঃখ প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তথ্যচিত্রে ভুলভাবে সম্পাদনার ঘটনাকে কেন্দ্র করে বিবিসি তার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে এ নিয়ে ট্রাম্প শিগগিরই ১ বিলিয়ন ডলারের মানহানি মামলা করতে পারেন—এ দাবি বিবিসি প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প নিজেই ক্ষতিপূরণের হুমকি দিয়েছিলেন।

সংস্থার চেয়ারম্যান সমির শাহ জানান, আলাদা একটি চিঠির মাধ্যমে হোয়াইট হাউজকে তারা জানিয়ে ট্রাম্পের বক্তব্য সম্পাদনার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বিবিসি।

বিবিসির ভাষ্য মতে, প্রেসিডেন্টের বক্তৃতা অনিচ্ছাকৃতভাবে এমনভাবে প্রচারিত হয়েছিল, যাতে ভুল বার্তা পৌঁছে যায়। এ কারণে ট্রাম্প সরাসরি ফোন করে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন। তবে বিবিসি জানায়, ক্ষমা চাইলেও আর্থিক ক্ষতিপূরণের কোনো দাবিই তারা মেনে নেবে না।

বিতর্কের সূত্র সেই তথ্যচিত্র, যেখানে ২০২১ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে সংঘটিত হামলার ঘটনা তুলে ধরা হয়। অভিযোগ ছিল, উত্তেজিত জনতা ওই সহিংসতায় জড়ায় এবং এর পেছনে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিবিসির অনুষ্ঠানে ট্রাম্পকে হামলার উসকানিদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগ তুলেই হোয়াইট হাউজ তীব্র অসন্তোষ জানায়।

এই বিতর্ক তীব্র আকার ধারণ করলে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোনার টারনেস দায়িত্ব গ্রহণ করে পদত্যাগ করেন। এরপর থেকে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে ওয়াশিংটনের অবস্থানের কারণে একাধিকবার ক্ষমা চাইতে বাধ্য হয় ব্রিটিশ এই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। এখন দেখার বিষয়, ঘটনাটি প্রশাসনিক স্তরে আরও কতদূর গড়ায়। ইতোমধ্যে যুক্তরাজ্যের ডেমোক্র্যাট নেতা প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে অনুরোধ করেছেন—ট্রাম্পের সঙ্গে কথা বলে বিবিসির মর্যাদা রক্ষায় উদ্যোগ নিতে।

—সূত্র: রয়টার্স, সিএনএন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন