

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বক্তব্যের অংশ বিকৃতভাবে প্রচার করায় বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার তার রয়েছে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণটি বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা “জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন” করা হয়েছে।
তিনি বলেন, ওটা ছিল শান্তিপূর্ণ ও ইতিবাচক একটি বক্তব্য, কিন্তু তারা সেটিকে এমনভাবে কাটাছেঁড়া করেছে যেন আমি সহিংসতার পক্ষে ছিলাম। এটা সম্পূর্ণ ভ্রান্ত ও অগ্রহণযোগ্য।
এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে চিঠি পাঠিয়ে সতর্ক করেন যদি প্রামাণ্যচিত্রের বিতর্কিত অংশ প্রত্যাহার না করা হয়, প্রকাশ্যে ক্ষমা চাওয়া না হয় এবং ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ বিষয়টি নিয়ে আগেই দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের পক্ষ থেকে বিচারবোধের ভুল ছিল।
ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে সঞ্চালক যখন জানতে চান, ট্রাম্প কি সত্যিই বিবিসির বিরুদ্ধে মামলা করবেন?
তখন তিনি বলেন, হ্যাঁ, আমার মনে হয় সেটি করতেই হবে। কারণ, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সবচেয়ে বড় কথা, তারা সেটা স্বীকারও করেছে।
ফক্স নিউজের ওই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয় সোমবার (১০ নভেম্বর), তবে বিবিসি সংক্রান্ত অংশটি প্রকাশিত হয় পরদিন রাতে।
অন্যদিকে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি তারা পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনার পর উপযুক্ত সময়ে প্রতিক্রিয়া জানানো হবে।
মন্তব্য করুন
