

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনেন।
এই সিদ্ধান্তের ফলে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানি গাড়ি শিল্পে অনিশ্চয়তা কিছুটা কমেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।
চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে সম্মত হয়েছে এবং ধীরে ধীরে মার্কিন পণ্যের জন্য নিজের বাজার উন্মুক্ত করতে রাজি হয়েছে। ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর মাসব্যাপী আলোচনার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    