শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি গাড়ির শুল্ক ১৫ শতাংশ কমালেন ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনেন।

এই সিদ্ধান্তের ফলে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানি গাড়ি শিল্পে অনিশ্চয়তা কিছুটা কমেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।

চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে সম্মত হয়েছে এবং ধীরে ধীরে মার্কিন পণ্যের জন্য নিজের বাজার উন্মুক্ত করতে রাজি হয়েছে। ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর মাসব্যাপী আলোচনার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন