

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে এক মজার পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর পার হওয়ার সময় নিউইয়র্ক পুলিশ সাময়িকভাবে রাস্তাগুলো বন্ধ করে দিলে থেমে যায় ম্যাক্রোঁর কনভয়। পরিস্থিতি দেখে তিনি নিজেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। সেই দৃশ্যই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, জাতিসংঘ ভবনের সামনে ম্যাক্রোঁর গাড়িবহর দাঁড়িয়ে আছে। পুলিশ ব্যারিকেড বসানো, রাস্তা ফাঁকা। হঠাৎ প্রেসিডেন্ট গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলে তার নিরাপত্তারক্ষীরাও অনুসরণ করেন। চারপাশের লোকজন কৌতূহল আর হাস্যরস নিয়ে দৃশ্যটি উপভোগ করেন।
ঘটনার পর ম্যাক্রোঁ মজা করে ট্রাম্পকে ফোন করে বলেন, “সব রাস্তা বন্ধ হয়ে গেছে তোমার জন্য!” তার এই রসবোধই মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে হালকা-ধাঁচের এবং সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে উল্লেখ করেছে। আসলে ট্রাম্পের গাড়িবহরের নিরাপত্তার জন্যই তখন রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। জাতিসংঘ অধিবেশনের সময় নিউইয়র্কে এ ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ প্রায়ই হয়ে থাকে।
সোশ্যাল মিডিয়ায় ম্যাক্রোঁর ধৈর্য, নম্রতা ও রসবোধকে প্রশংসা করেছেন অনেকেই। কেউ লিখেছেন, রাজনীতির বাইরেও এমন মানবিক দিকই একজন নেতার প্রকৃত পরিচয়।’ আবার কারও মতে, এই কারণেই ম্যাক্রোঁ ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন।
বিশ্বনেতাদের নিরাপত্তা ব্যবস্থা যে মাঝে মাঝে এমন মজার মুহূর্তও তৈরি করতে পারে, ম্যাক্রোঁর এই আচরণ তারই দৃষ্টান্ত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    