শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র নিয়ে হতাশা প্রকাশ জোলির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি
expand
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্কের জেরে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’। ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের বিনোদন দুনিয়ায়।

এমন সময়ে স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি ‘কুত্যুর’ নিয়ে হাজির হন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমা প্রিমিয়ারের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নিলে, তাঁকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জোলি সেসব প্রশ্ন এড়িয়ে না গিয়ে সরাসরি হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি এখন আর আমার দেশকে চিনতে পারছি না।’

যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতার ওপর চাপ ও মানুষের স্বাধীনতা সীমিত হওয়ার প্রসঙ্গে জোলির মন্তব্য, ‘যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা সংকুচিত করে বা সমাজে বিভাজন তৈরি করে, সেটি ভয়াবহভাবে বিপজ্জনক।’

একজন শিল্পী ও নাগরিক হিসেবে সবচেয়ে বড় ভয় কী-এমন প্রশ্নের জবাবে জোলি জানান, ‘এটি সহজ প্রশ্ন নয়। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু বর্তমান অবস্থা আমাকে চিন্তিত করছে। আমি সবসময় আন্তর্জাতিকভাবে থেকেছি, আমার পরিবার, বন্ধুবান্ধব ও জীবন নানা দেশে ছড়িয়ে আছে। এখন এমন এক সময় এসেছে, যখন না ভেবে কোনো কথা বলা যায় না। আমাদের সবার জন্য সময়টা কঠিন-শুধু আমেরিকানদের নয়, পুরো বিশ্বের জন্যই অন্ধকারময়।’

তথ্যসূত্র: ভ্যারাইটি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন