বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ‘ফ্রি’ ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

গত কয়েক দিন ধরে বিশ্ব সংবাদ মাধ্যমে ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর গ্রেফতার/আটক হওয়ার খবরটি ব্যাপকভাবে প্রচার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান করা হয়েছে এবং মাদুরোকে গ্রেফতার করে নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ট্রাম্প সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রয়োজন হলে তেলের বড়ো ভাণ্ডার নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে।

এই ঘটনাটি আন্তর্জাতিক স্তরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাশিয়া, ইরান সহ বিভিন্ন দেশ এই হামলার কঠোর সমালোচনা করেছে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি দিলসি রদ্রিগেজ মাদুরো এখনও দেশটির প্রামাণিক প্রেসিডেন্ট দাবি করে তাঁর মুক্তির দাবি করছেন।

এ ব্যাপারে আন্তর্জাতিক আইনি, রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক অনেক প্রশ্ন ও উদ্বেগও প্রকাশিত হচ্ছে। অনেক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এই ঘটনার বৈধতা ও আন্তর্জাতিক আইনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়েও বিতর্ক করছেন।

এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে আটক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার স্বার্থ বোঝে না, এমন কারও হাতে আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারি না।

সেইসঙ্গে ট্রাম্প এও জানান, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

ভেনেজুয়েলার মতো একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে ঢুকে সরাসরি তার ক্ষমতায় থাবা বসানোর এমন ঘটনা অবাক করেছে বিশ্বকে। সমালোচকরা বলছেন, ভেনেজুয়েলায় মার্কিন এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স এই সেবা পরিচালনা করে থাকে।

ভেনেজুয়েলা হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। এসব ঘটনার পর এলো স্পেস এক্সের এই ঘোষণা।

প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, '৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হবে।'

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় ইন্টারনেট সেবার ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রেখে এসেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন। ইন্টারনেট সেবা প্রায়ই বন্ধ করে দেওয়া হোত। ইন্টারনেট ব্যবহারেও ছিল নানা বিধিনিষেধ। বিশেষত, দেশটিতে কোনো ধরনের বিক্ষোভ দানা বাঁধলেই ইন্টারনেট সেবা বন্ধ করা বেশ স্বাভাবিক ঘটনা ছিল।

এক্সের সত্ত্বাধিকারী ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এর আগে ট্রাম্পের প্রশাসনে কিছুদিন কাজও করেছেন তিনি।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X