

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই ঘটনাকে তারা সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। সরকারি বিবৃতির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ভেনেজুয়েলার দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। কারাকাসের ভাষ্য, এসব হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত একটি সামরিক অভিযান।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো সারা দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
তবে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে সিবিএস জানিয়েছে।
এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন

