শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
সায়েদ আসিম মুনির ও ট্রাম্প
expand
সায়েদ আসিম মুনির ও ট্রাম্প

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সায়েদ আসিম মুনির-কে প্রশংসা করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাঁকে বিশেষভাবে তুলে ধরেছেন। ওই প্রশংসার এক অনুষ্ঠানে ট্রাম্প এক মুহূর্তে তাঁকে উদ্দেশ্য করে হাসিমুখে বলেছেন, তিনি “আমার প্রিয় ফিল্ড মার্শাল।”

বিশ্লেষকরা মনে করেন, মুনিরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সীমান্ত সংকটের পর আরও দৃঢ় হয়েছে। ওই সময় উভয় দেশ কঠোর দুই দেশের মধ্যে টেনশন ছড়িয়ে পড়ে এবং এ পরিস্থিতিতে ওয়াশিংটন, ইসলামাবাদ ও মুনির সক্রিয় ভূমিকা পালন করে বলে মূল্যায়ন করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান দীর্ঘদিন পরে আবার যুক্তরাষ্ট্রের কূটনৈতিক খাঁচায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে বলে দেখা হয়।

ট্রাম্প নিজেও বিভিন্ন বৈঠকে মুনিরের কূটনৈতিক ও সামরিক ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন এবং তাঁকে “দুর্দান্ত যোদ্ধা” এবং “অসাধারণ ব্যক্তিত্ব” হিসেবে অভিহিত করেছেন।

মুনিরের সাথে ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠা শুধু এক-একটি প্রশংসায় সীমাবদ্ধ নেই। ২০২৫ সালের জুনে তাদের সেখানে হোয়াইট হাউসে এক বৈঠক ও লাঞ্চ হয়, যা আগের সময়ে এমন উচ্চ পর্যায়ের সংযোগ বিরল ছিল। এর পর ট্রাম্প বহুবার মুনিরের কৃতিত্ব উল্লেখ করেন।

বিশ্লেষকরা মনে করেন, এই সম্পর্কের একটি কারণ হলো যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত সহযোগিতা—যেমন সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা, নিরাপত্তা ইস্যু, ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্র—যা চলমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ সম্পর্কের ফলে পাকিস্তানের আন্তর্জাতিক প্রোফাইলেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নতুন করে শক্ত হওয়া ছাড়াও অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলোতে আলোচনা ও সহযোগিতা বাড়ছে বলে বিভিন্ন পর্যালোচনায় উল্লেখ পাওয়া গেছে।

একদিকে মুনিরের সেনাপ্রধান হিসেবে শক্ত অবস্থান পাকিস্তানে রাজনৈতিক ও সামরিক প্রভাবকেও দৃঢ় করেছে, এবং অন্যদিকে আন্তর্জাতিকভাবে তাঁকে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X