

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের বিচারপতির দায়িত্ব পেলেন সোমা সাঈদ।
এদিকে বিচারপতি হিসেবে শপথ নেয়ার সময় পবিত্র কুরআন ছিল তার অন্তরের ভালবাসা ও এক সাহসী সিদ্ধান্তের অনুপ্রেরণা।
পবিত্র কুরআন ও বাংলাদেশি হিসেবে প্রথম একজন বিচারপতির দায়িত্ব গ্রহণ যা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনী কাঠামোর ইতিহাসে একটি বিরল ঘটনা।
যে প্রাপ্তির পর সংশ্লিষ্ট দেশের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত।
গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউজে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কুরআনে হাত রেখে নিউইয়র্কের স্টেট সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ।
তিনি এখন মার্কিন বিচারাঙ্গনের চেয়ারে বসে বিচারকার্য পরিচালনা করবেন। এ উপলক্ষ্যে ওই কোর্ট হাউজে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন উচ্চপদস্থ বিচারক, বিচারপতি, রাষ্ট্রদূত,কমিউনিটি ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিচারপতি নির্বাচিত হন সোমা।
বলাবাহুল্য, মার্কিন বিচারক নির্বাচিত হয়ে থাকেন স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক এবং বিচারপতিরা দলীয় ও সাধারণ নির্বাচনে জনগণের ভোটে।
তবে বাংলাদেশি বংশোদ্ভূত অত্যন্ত মেধাসম্পন্ন নারী ব্যক্তিত্ব ও বাঙালি কমিউনিটির সুপরিচিত মুখ সোমা সাঈদ তার আগে ২০২১ সালে কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করে সুনামের সহিত আইনী মর্যাদা সমুন্নত রেখেছিলেন।
মন্তব্য করুন

