

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউইয়র্কের ব্যস্ত আকাশে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান এবং স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান প্রায় মুখোমুখি অবস্থায় চলে এসেছিল। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময়।
এভিয়েশন সূত্রের তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) ও রাষ্ট্রপতির বোয়িং ৭৪৭ একই উচ্চতায় কাছাকাছি চলে আসে।
তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত পদক্ষেপ নেন এবং স্পিরিট ফ্লাইটের পাইলটকে একাধিকবার দিক পরিবর্তনের নির্দেশ দেন।
যদিও নিরাপত্তার দূরত্ব পুরোপুরি লঙ্ঘিত হয়নি, তবে ঘটনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়। একদিকে রাষ্ট্রপতির বহনকারী বিখ্যাত বিমান, অন্যদিকে কন্ট্রোলারের ক্রমাগত কঠোর নির্দেশনা—সব মিলিয়ে ঘটনাটি ব্যাপক সাড়া ফেলে।
রেডিও বার্তায় বারবার শোনা যায় কন্ট্রোলারের কড়া নির্দেশ—“স্পিরিট-১৩০০, এখনই ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন।” শেষ পর্যন্ত নির্দেশ মানেন স্পিরিটের পাইলটরা। তখন কন্ট্রোলার সতর্ক করে জানান, তাদের থেকে মাত্র কয়েক মাইল দূরে ছিল একটি বোয়িং ৭৪৭, যেখানে কে আছেন তা তারা নিশ্চয়ই জানেন।
এ ঘটনায় কোনো দুর্ঘটনা না ঘটলেও নিউইয়র্কের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, ঘটনার পরদিনই ট্রাম্প লন্ডনে পৌঁছান এবং উইন্ডসর ক্যাসেলে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    