বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিন আমেরিকা যাওয়ার সূবর্ণ সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার হৃদয়
expand
প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার হৃদয়

দক্ষিণ আমেরিকার কেন্দ্রস্থলে অবস্থিত স্থলবেষ্টিত দেশ প্যারাগুয়ে। ভৌগোলিক অবস্থানের কারণে একে বলা হয় “দক্ষিণ আমেরিকার হৃদয়”। কম খরচে জীবনযাপন, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং কর-সুবিধার জন্য দেশটি বিদেশিদের কাছে জনপ্রিয়। এখানকার স্থায়ী বসবাসের অনুমতি (Permanent Residency) পেলে দীর্ঘ সময় থাকা, কাজ করা এবং পড়াশোনার সুযোগ মেলে।

কেন প্যারাগুয়ে আকর্ষণীয়?

স্থায়ী রেসিডেন্সি নিয়ে পড়াশোনা, চাকরি বা ব্যবসা করা সম্ভব।

প্রতি তিন বছরে একবার দেশে প্রবেশ করলেই রেসিডেন্সি সচল থাকে।

অন্যান্য দেশের তুলনায় বিনিয়োগের শর্ত তুলনামূলক সহজ।

দীর্ঘ মেয়াদে কর ছাড়ের সুযোগ পাওয়া যায়।

স্থায়ী বসবাসের প্রধান পথসমূহ

অস্থায়ী রেসিডেন্সি থেকে স্থায়ী রূপান্তর – প্রথমে ২১-২৪ মাস অস্থায়ী রেসিডেন্সি, পরে স্থায়ী রেসিডেন্সি।

বিনিয়োগ – ব্যবসা বা সম্পত্তিতে ন্যূনতম প্রায় ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ।

অবসরভিত্তিক – মাসিক নির্দিষ্ট পেনশন আয়ের প্রমাণ দিলে আবেদন করা যায়।

পারিবারিক সম্পর্ক – প্যারাগুয়ের নাগরিককে বিয়ে বা বাবা-মা/সন্তান নাগরিক হলে আবেদনযোগ্য।

অন্যান্য পথ – কাজের অনুমতি বা পরিবার পুনর্মিলন প্রক্রিয়া।

সাধারণ যোগ্যতা

বয়স কমপক্ষে ১৮ বছর।

বৈধ পাসপোর্ট।

নিজ দেশ ও প্যারাগুয়ে থেকে পুলিশ ক্লিয়ারেন্স।

মেডিকেল সার্টিফিকেট।

Cedula (প্যারাগুয়ের জাতীয় পরিচয়পত্র)।

প্রযোজ্য হলে চাকরির কাগজ বা সম্পত্তির মালিকানার প্রমাণ।

বিদেশি নথি স্প্যানিশ ভাষায় অনুবাদ, অ্যাপোস্টিল ও নোটারি করতে হবে।

আবেদনের ধাপসমূহ

যোগ্যতার শর্ত যাচাই।

উপযুক্ত প্রোগ্রাম বাছাই (বিনিয়োগ, অবসর, কাজ বা পারিবারিক)।

প্রয়োজনীয় নথি প্রস্তুত করা।

অভিবাসন অফিসে (DGM) আবেদন জমা দেওয়া।

সরকারি ফি পরিশোধ (প্রায় ২২০–৩৮০ মার্কিন ডলার)।

৩–৬ মাসের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যায়।

অনুমোদন হলে Cedula ও রেসিডেন্সি কার্ড সংগ্রহ।

রেসিডেন্সির মেয়াদ

স্থায়ী রেসিডেন্সি কার্ড: ১০ বছর, নবায়নযোগ্য।

অস্থায়ী রেসিডেন্সি কার্ড: সাধারণত ২ বছর, পরে স্থায়ী রূপে উন্নীত হয়।

অতিরিক্ত তথ্য

পূর্বে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রেসিডেন্সি পাওয়ার যে নিয়ম ছিল, তা বাতিল হয়েছে।

স্থায়ী রেসিডেন্সির তিন বছর পর, বছরে ন্যূনতম ১৮৩ দিন দেশে থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন