

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪২ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ৬৫ হাজার ৫৪৯ জন, আর আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
বিবৃতিতে বলা হয়, “ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ চাপা পড়ে আছে। জরুরি কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না।”
এছাড়া, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় ৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। সেই হামলায় হামাসের হাতে ১,২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এ ছাড়া, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে জাতিসংঘের আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা দায়ের করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
