শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদসহ দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।

ভূমিকম্পটির উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল প্রায় ২৩৪ কিলোমিটার। পিএমডি জানায়, ভূগর্ভে গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়লেও স্থলভাগে ক্ষয়ক্ষতি সীমিত ছিল।

ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির এবং মালাকান্দে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো ও জেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও পরবর্তী আফটারশকের সম্ভাবনা মূল্যায়নে কাজ চলছে। একইসঙ্গে জনসাধারণকে শান্ত থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন