শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েতনামে ভারী বৃষ্টি-বন্যায় ৪১ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:১২ এএম
ভিয়েতনাম ভয়াবহ বন্যা ও ভূমিধস
expand
ভিয়েতনাম ভয়াবহ বন্যা ও ভূমিধস

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ভয়াবহ বন্যা ও ভূমিধসের নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটানা প্রবল বর্ষণে গত এক সপ্তাহে সেখানে অন্তত ৪১ জনের জীবনহানি হয়েছে।

এছাড়া এখনও ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

কর্তৃপক্ষ জানায়, বন্যায় ডুবে যাওয়া অসংখ্য বাড়ির ছাদে আটকা পড়া মানুষজনকে উদ্ধারে তৎপরতা চলছে। তিন দিনের টানা বৃষ্টিতে মধ্য ভিয়েতনামের কিছু এলাকায় ১৫০ সেন্টিমিটার পর্যন্ত পানি জমেছে।

এই অঞ্চল দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সমুদ্রতটগুলোর অবস্থানও এখানেই।

স্থানীয় সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস বৃহস্পতিবার (২০ নভেম্বর) জানিয়েছে, বিপুল বর্ষণে এখন পর্যন্ত ৫২ হাজারেরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া হাজার হাজার হেক্টর জমির ফসল, গবাদিপশু ও হাঁস-মুরগি বন্যার পানিতে ভেসে গেছে বা মারা গেছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মধ্যাঞ্চলের ডাক লাক ও খান হোয়া প্রদেশে- ডাক লাকে ১৬ জন এবং খান হোয়ায় ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ঝড়ো আবহাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়ে। প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে প্রায় ৬ লাখ বাড়িতে বিদ্যুৎ ফিরে এসেছে। এছাড়া প্রাদেশিক রাস্তায় ১৪০টিরও বেশি জায়গায় ভূমিধস হওয়ায় সড়কগুলো অচল হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার সরকারি কর্মী ও পুলিশ মাঠে নামানো হয়েছে।

ভিয়েতনামের আবহাওয়া অফিস জানায়- অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। ঐতিহ্যবাহী স্থাপনা ও পর্যটনকেন্দ্রগুলো একাধিকবার বন্যার কবলে পড়েছে। ডাক লাকের পাহাড়ি এলাকায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের হিসাবে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে অন্তত ২৭৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন এবং আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ২ বিলিয়ন ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন