

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নেটিজেনদের দৃষ্টি কাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ‘প্রধানমন্ত্রী, পাকিস্তান কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে?’
প্রথমে এড়িয়ে গেলেও প্রবেশপথ অতিক্রম করার পর শরিফ হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত উত্তর দেন। তিনি বলেন, ‘আমরা সীমান্ত সন্ত্রাসকে দমন করছি। আমরা তাদের হারাচ্ছি।’
এই সংক্ষিপ্ত মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নানা প্রতিক্রিয়া তৈরি করেছে।
প্রসঙ্গত, এ বছরের শুরুতে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়। এর প্রতিশোধে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। এ ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় এবং উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আগেই দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়।
মন্তব্য করুন
