শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
জাতিসংঘের সতর্কবার্তা 

স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে আসছে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
জ্বালানি তেল ও গ্যাসের খনি
expand
জ্বালানি তেল ও গ্যাসের খনি

বিশ্বের স্থলভাগে থাকা তেল ও গ্যাসের মজুত দ্রুত হারে শেষ হয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের জ্বালানি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

আইইএ‘র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে।

আইইএ জানিয়েছে, বর্তমানে স্থলভাগে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাসের খনি রয়েছে। দীর্ঘদিন ধরে অবিরাম উত্তোলনের ফলে এসব খনির প্রায় ৯০ শতাংশেই মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক দশকের মধ্যেই অনেক খনি পুরোপুরি খালি হয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, মজুত কমতে থাকার কারণে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৫৫ লাখ ব্যারেল তেল কম উৎপাদিত হচ্ছে। একইসঙ্গে ১৮ হাজার কোটি থেকে ২৭ হাজার কোটি ঘনমিটার পর্যন্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ঘাটতি দেখা দিচ্ছে।

সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, বিশ্ব এখনও ব্যাপকভাবে তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। স্থলভাগের খনির মজুত দ্রুত ফুরিয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি হবে। সমুদ্রের তলদেশে নতুন খনি খুঁজে বের করা যেমন সময়সাপেক্ষ, তেমনি ব্যয়সাপেক্ষও।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন দ্রুত বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই সংকট মোকাবিলায় নতুন বিনিয়োগ অত্যন্ত জরুরি। স্থলভাগে নতুন খনি অনুসন্ধান ছাড়া সামনে চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন হবে।

সূত্র : রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন