বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন তরুণীকে হত্যা, বিক্ষোভে উত্তাল দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
তিন তরুণীকে হত্যার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ চলছে
expand
তিন তরুণীকে হত্যার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ চলছে

৩০০ ডলারের লোভ দেখিয়ে রেভ পার্টিতে ডেকে নেওয়ার পর নিখোঁজ হন তিন তরুণী। পাঁচ দিন পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে একটি বাড়ি থেকে উদ্ধার হয় তাদের মরদেহ। ভয়াবহ এ হত্যাকাণ্ডে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মৃতরা হলেন ২০ বছরের মোরেনা ভার্দি, ব্রেন্ডা দেল ক্যাস্টিলো এবং মাত্র ১৫ বছর বয়সী লারা গুতেরেস। ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে তাদের ওপর অকথ্য নির্যাতনের চিত্র—নখ উপড়ে ফেলা, আঙুল কেটে দেওয়া, মাথায় আঘাত, শ্বাসরোধসহ নির্মমভাবে হত্যা। মরদেহ পুঁতে ফেলার চেষ্টা করা হয় বলেও তদন্তে জানা গেছে।

তদন্তকারীরা জানান, ঘটনাটি ঘটিয়েছে কুখ্যাত মাদকচক্র। চুরির অভিযোগে প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড সাজানো হয়। মাদকচক্রের নেতা নাকি হত্যাকাণ্ডটি লাইভ সম্প্রচার করার নির্দেশ দিয়েছিলেন, যাতে দলের অন্যরা ভয় পায়। এ সময় ইনস্টাগ্রামে কিছু মানুষ সেই লাইভ দেখেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এ দাবি অস্বীকার করেছে, যদিও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্ত গোষ্ঠীর নেতা পালিয়ে যান। পুলিশের ধারণা, তিনি আর্জেন্টিনা ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত কয়েকজন ভাড়াটে সহযোগীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। নিহতদের পরিবার জানায়, তারা এমন ভয়াবহ নিষ্ঠুরতার কথা কল্পনাও করতে পারেননি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আর্জেন্টিনায় মাদকচক্রের দাপট বাড়ছে এবং তা মেক্সিকো-কলম্বিয়ার মতো ভয়াবহ রূপ নিচ্ছে, যা দেশটির জন্য মারাত্মক সংকেত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন