

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে—খবরে জানিয়েছে আল জাজিরা।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পাশে পার্কিং লটে থাকা গাড়িতে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।
ইসরাইল বলছে, শিবিরের ভেতরের একটি ‘প্রশিক্ষণ কেন্দ্র’ থেকে হামাসের কার্যকলাপ চালানো হচ্ছিল—এমন দাবি করে তারা হামলাটি পরিচালনা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। ওই এলাকায় সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীই আমাদের লক্ষ্যবস্তু।”
অন্যদিকে হামাস ইসরাইলের দাবি অস্বীকার করে জানিয়েছে, শিবিরটিতে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং নিরীহ শরণার্থীদের ওপর অতর্কিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে মঙ্গলবারই লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল, দক্ষিণের আরও একটি এলাকায় ইসরাইলের লক্ষ্যভেদী হামলায় দুটি গাড়ি ধ্বংস হয় এবং সেখানে দুজন প্রাণ হারান।
মন্তব্য করুন
