রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
expand
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বাস্তবায়িত হলে এই তিন দেশকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামো গড়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূরাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা ইতোমধ্যে অনেকটা এগিয়েছে এবং নিকট ভবিষ্যতে আনুষ্ঠানিক সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তির মূল শর্ত হলো কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে তুরস্কের কৌশলগত স্বার্থ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ক্রমেই কাছাকাছি এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আঙ্কারা নিজস্ব নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পথে হাঁটছে।

সম্ভাব্য এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক সামর্থ্য, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি একত্রিত হতে পারে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এমন ত্রিপক্ষীয় সমন্বয় ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করতে পারে।

এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান, তুরস্ক কিংবা সৌদি আরব কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X