শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইএইএ-কে সহযোগিতা না করার হুশিয়ারি ইরানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
expand
আইএইএ-কে সহযোগিতা না করার হুশিয়ারি ইরানের

জাতিসংঘ যদি তাদের ওপর আরোপিত পুরোনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করে, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেবে—এমন সতর্কবার্তা দিয়েছে ইরান।

শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে তেহরান আর আইএইএ-এর সঙ্গে বর্তমান কার্যক্রম চালিয়ে যাবে না।

এর আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ তোলে যে ইরান ২০১৫ সালের বহুপাক্ষিক পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করেছে। ওই চুক্তির উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা। এরই প্রেক্ষিতে তারা জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় পুরোনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে, তবুও তার দেশ তা মোকাবিলা করার ক্ষমতা রাখে। নিরাপত্তা পরিষদ সম্প্রতি ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মন্তব্য করেন, বাধা দেওয়ার চেষ্টা হলেও ইরান নতুন পথ খুঁজে নেবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার উদাহরণ টেনে বলেন, “তারা আমাদের স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু আমরা চাইলে সেগুলো আবার গড়ে তুলতে পারি।”

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না এবং পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা তার হাতেই রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইরান ও আইএইএ যৌথভাবে জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত কিছু স্থাপনায় পুনরায় পরিদর্শনের বিষয়ে তারা সমঝোতায় পৌঁছেছে। তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু হলে ইরানের ওপর অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা, বৈশ্বিক সম্পদ জব্দ এবং দেশটির ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন