বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে নিষিদ্ধ আ.লীগের ২০ নেতা কর্মীর বিএনপিতে যোগদান

রায়পুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
২নং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ
expand
২নং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ

লক্ষ্মীপুরের রায়পুরে আ'লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব সহ অঙ্গ-সংগঠনের ২০ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তিনি উত্তর চরবংশী ইউপির ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

গত (১৫ ডিসেম্বর) ২নং ইউনিয়ন বিএনপির কার্যালয় খাশের হাট বাজারে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

এবিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আ'লীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে আ'লীগ নেতা আব্দুর রব মেম্বার বলেন, আমি স্থানীয় আ'লীগের কর্মকান্ডে অসন্তোষ ছিলাম। প্রতিবাদ জানানোর কারনে আমাকে আলতাফ মাষ্টার ও তার ভাই হোসেন মাষ্টার উন্নায়নের বরাদ্ধ দিতো না, বঞ্চিত রেখেছিলো। এদের প্রতি ঘৃনা জন্মানো ও সম্পূর্ণ স্বাচ্ছাচারিত করায় আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে মজিদ, মালেক, জয়নাল ও মোঃ বারেকসহ ২০ কর্মীকে নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

আমাকে কোনোভাবে ভয়ভীতি করে দলে আনা হয়নি। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা ২০ জন বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক অসন্তোষের জেরে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজি, ও আমির হোসেন ছৈয়ালসহ অন্যান্য নেতাকর্মীরা।

নবাগতদের পক্ষ থেকে জানানো হয়, তারা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে এই যোগদানকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পরে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা এবং দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X