বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
ফয়সাল করিমের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগম
expand
ফয়সাল করিমের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগম

শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের বাবা হুমায়ূন কবির (৭০) ও মা হাসি বেগম (৬০) কে র‌্যাব গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক ও হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সংসদ পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পল্টনে মোটরসাইকেলবাহী আততায়ীর গুলিতে মাথায় গুরুতর আহত হন।

তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হত্যাচেষ্টার মামলাটি পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X