

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংগঠনটি তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, হাদির শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার পথে রয়েছে। তবে অস্ত্রোপচারের জন্য তাকে প্রস্তুত করতে হলে আগে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় অপারেশন সিঙ্গাপুর কিংবা ইংল্যান্ড—যেকোনো এক দেশে হতে পারে। চিকিৎসকদের মতে, মস্তিষ্কের কার্যকারিতা পুনরায় সক্রিয় করতে অস্ত্রোপচার জরুরি। বর্তমানে চিকিৎসার প্রধান লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে কার্যকর সংযোগ ফিরিয়ে আনা। উল্লেখ করা হয়, মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে।
ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে। পরিবারের সদস্যরা আল্লাহর কাছে তার পূর্ণ আরোগ্য ও কল্যাণময় জীবন কামনা করছেন।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। ওই বৈঠকে তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যেই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন

