

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৭ জন গাজা সিটির বাসিন্দা। এছাড়া রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ১১ জনের প্রাণহানি ঘটেছে।
রোববার (৩১ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, টানা বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের ভয়ে গাজা নগরী ছেড়ে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। সামান্য মালপত্র ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে নিয়ে এলাকা ত্যাগ করছেন তারা।
নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকের দেইর আল-বালাহ এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছে। এদের অনেককেই ইতোমধ্যে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
