বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে সশস্ত্র হামলায় তিন পুলিশসহ নিহত ৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
ইরানের পুলিশ
expand
ইরানের পুলিশ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা মেহের।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোরের দিকে ফাহরাজ কাউন্টির প্রবেশপথে স্থাপিত একটি তল্লাশি চেকপোস্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের মুখোমুখি সংঘর্ষ হয়।

জাহেদান–ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ঘটনায় একজন সাধারণ নাগরিকও নিহত হন।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X