

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের রাজধানী দিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে বোরকা পরিহিত এক মুসলিম নারীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ৭ নভেম্বর ঘটে। তাবাসসুম নামের ওই নারী বৈধ গেটপাস নিয়ে সদ্য জন্ম দেওয়া তার ভাবিকে দেখতে হাসপাতালে যান। কিন্তু প্রবেশদ্বারে দায়িত্বে থাকা নারী নিরাপত্তারক্ষীরা তার বোরকা নিয়ে আপত্তি তোলেন এবং ভেতরে ঢুকতে বাধা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাবাসসুম নিরাপত্তারক্ষীদের জিজ্ঞেস করছেন, “এই পোশাক পরে কেন ঢোকা যাবে না?” তবে কোনো স্পষ্ট কারণ না দেখিয়ে তাকে প্রবেশ থেকে বিরত রাখা হয়, অন্যদের সহজেই ঢুকতে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা এই আচরণকে লজ্জাজনক ও অপমানজনক হিসেবে উল্লেখ করেছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার সমাজবিজ্ঞানী অধ্যাপক ইরফান আহমেদ বলেন, “এটি ভারতের ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিফলন। সংখ্যালঘুরা এখন নিত্যপ্রয়োজনীয় জায়গাগুলোতেও অনিরাপদ বোধ করছেন। এটি গ্রহণযোগ্য নয়।”
যদিও অতীতে নিরাপত্তাজনিত কারণে মুখ দেখা বাধ্যতামূলক ছিল, জিটিবি হাসপাতালে বোরকা নিষিদ্ধ নয়। অনেকের মতে, এই ঘটনা ইসলামবিদ্বেষমূলক আচরণের পরিচয় বহন করে, কোনো নিরাপত্তা নীতি নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। মানবাধিকারকর্মীরা ঘটনা সম্পর্কে নিরপেক্ষ তদন্ত এবং সরকারি হাসপাতালগুলোতে ধর্মীয় বৈষম্য রোধের জন্য কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
