

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কারাকাসে মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে তৈরি হওয়া তীব্র উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে দেশটি সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করে।
স্পেন এর আগেই ভেনেজুয়েলার ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল স্বীকৃতি না দেওয়ার অবস্থান নিয়েছিল। ওই নির্বাচনে দেশটির ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধী রাজনৈতিক জোট ফলাফল প্রত্যাখ্যান করে। ভোটের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ত্যাগ করে স্পেনের রাজধানী মাদ্রিদে আশ্রয় নেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে ইতোমধ্যে হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিক স্পেনে আশ্রয় পেয়েছেন এবং ভবিষ্যতেও মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়ার নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভেনেজুয়েলায় একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে স্পেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের সময় ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার অজুহাত তুলে ধরে মাদুরোর বিজয় ঘোষণা করে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
মন্তব্য করুন

