

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনায় পড়ে পাইলটসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এএন-২২ মডেলের সামরিক মালবাহী এই উড়োজাহাজটি দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীতে কার্গো পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
সম্প্রতি বিমানটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় মেরামত শেষে তা পরীক্ষামূলক ওড়ানো হচ্ছিল। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়।
ইভানোভো শহর মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি জনবসতিহীন একটি এলাকায় বিধ্বস্ত হওয়ায় ক্রু ও যাত্রী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করেছে।
সূত্র: তাস
মন্তব্য করুন

