

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীনের অভ্যন্তরীণ ফ্লাইটে উড়োজাহাজের ভেতর আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে হাংজৌ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার চায়নার একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে প্রকাশিত এক বিবৃতিতে এয়ার চায়না জানিয়েছে, ফ্লাইট নম্বর CA139-এর উড়োজাহাজে যাত্রীর হাতব্যাগের ভেতরে থাকা লিথিয়াম ব্যাটারি হঠাৎ জ্বলে ওঠে। ব্যাগটি বিমানের ওপরের লাগেজ ক্যাবিনে রাখা ছিল।
দ্রুত পদক্ষেপ নেন ক্রু সদস্যরা-নিরাপত্তা নির্দেশিকা অনুসারে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি।
বিমানটি সকাল ৯টা ৪৭ মিনিটে হাংজৌ থেকে উড্ডয়ন করেছিল। কিন্তু আগুন লাগার পর যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সেটি জরুরি ভিত্তিতে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরেই নিরাপদে নামানো হয় বিমানটি।
চীনা গণমাধ্যম জিমু নিউজ প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানের লাগেজ বগি থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হচ্ছে, এ সময় অন্তত একজন যাত্রী ক্রুদের আগুন নেভাতে সহায়তা করছেন।
এয়ার চায়না জানায়, ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লিথিয়াম ব্যাটারি বহনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে।
সূত্র: গলফ নিউজ
মন্তব্য করুন

