শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল খুলে দিল চীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
চীনে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল
expand
চীনে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল

চীন বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল চালু করেছে। দেশটির শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে নির্মিত এই বৃহৎ অবকাঠামোর নাম তিয়ান শান শেংলি টানেল।

উত্তর-পশ্চিম চীনের তিয়ান শান পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য প্রায় ২২.১৩ কিলোমিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেলে পরিণত করেছে।

টানেলটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিচ দিয়ে গেছে এবং এতে রয়েছে দুটি আলাদা সুড়ঙ্গ। প্রতিটি সুড়ঙ্গে দুটি করে লেন থাকায় যানবাহন ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।

এর আগে এই দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে কয়েক ঘণ্টা সময় লাগত। তবে টানেলটি চালু হওয়ায় এখন মাত্র ২০ মিনিটেই এই পথ পাড়ি দেওয়া সম্ভব হবে।

তিয়ান শান শেংলি টানেলটি উরুমকি–ইউলি এক্সপ্রেসওয়ে-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিনজিয়াংয়ের উত্তর ও দক্ষিণ অঞ্চলের শহরগুলোর যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে গতি বাড়বে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X