

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জেন-জি বিক্ষোভে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নেপালের পর্যটন খাত। হোটেল ভাঙচুর, বুকিং বাতিল ও যাতায়াত বিঘ্নের কারণে আনুমানিক ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিমালয়ান টাইমস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, চলতি সেপ্টেম্বরের ৮–৯ তারিখের সহিংস বিক্ষোভে দুই ডজনেরও বেশি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কেবল কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতির পরিমাণ ৮ বিলিয়ন রুপি ছাড়িয়েছে। এছাড়া পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ীর মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষতি এমন সময়ে হলো যখন দেশটির প্রধান পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। ফলে বুকিং বাতিল ও ভ্রমণ বিঘ্নের কারণে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
তবে আশাবাদী কর্তৃপক্ষ বলছে, ধাক্কা সামলেও দ্রুত ঘুরে দাঁড়াবে নেপালের পর্যটন শিল্প। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ জোশী বলেন, “পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত আছে। পর্যটন অবশ্যই ঘুরে দাঁড়াবে।” তিনি উল্লেখ করেন, অতীতেও ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারির পর দেশটির পর্যটন শিল্প ঘুরে দাঁড়িয়েছিল।
অর্থনীতিবিদ ড. সমীর খাতিওয়াড়া ও শিল্প নেতারা পরামর্শ দিয়েছেন, আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং বর্তমানে দেশে থাকা প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা জরুরি।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ বলেন, “যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, তাই নেপাল থেকে একটি ইতিবাচক বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি।”
এদিকে ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপাল, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীজন পর্যটন খাত পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    