

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্নীতিবিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপাল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এর মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হলেও, রাস্তায় ধাওয়া করে অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেলকে পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংঘটিত এ ঘটনায় দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
এর আগে সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারীর মৃত্যু হয়। এরপর আরও বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন শহরে। কারফিউ জারি থাকা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ রাজপথে নেমে প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্ট হাউস ও বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়।
শুধু তাই নয়, প্রধান বিরোধীদলীয় নেতা, নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবনেও হামলার খবর পাওয়া গেছে। এমনকি পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
অবশেষে স্থানীয় রাজনৈতিক নেতা ও সেনাপ্রধানের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী অলি। একই সময় সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
মন্তব্য করুন
