

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর থেকে ‘পরমাণু নিরস্ত্রীকরণের’ চাপ প্রত্যাহার করে নেয়, তবে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।
এ ধরনের শর্ত যুক্তরাষ্ট্র–উত্তর কোরিয়া সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে কিম জং উন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দফা বৈঠক করেছিলেন। প্রথম বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়, যেখানে প্রাথমিক একটি চুক্তি হলেও বড় কোনো অগ্রগতি হয়নি। দ্বিতীয় বৈঠক ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয়, কিন্তু সেটি ফলপ্রসূ না হয়েই শেষ হয়। পরে পানমুনজম সীমান্তে তাদের তৃতীয় সাক্ষাৎ হলেও আলোচনায় তেমন কোনো সাফল্য আসেনি।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি ত্যাগ করার আহ্বান প্রত্যাখ্যান করছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক শক্তির অবস্থান এখন সংবিধানিকভাবে স্থায়ী করা হয়েছে এবং এটি কোনোভাবেই বাতিলযোগ্য নয়।
সম্প্রতি জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন অভিযোগ করেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি সভায় যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক কর্মসূচিকে অবৈধ আখ্যা দিয়ে ‘গুরুতর রাজনৈতিক উসকানি’ সৃষ্টি করেছে। উত্তর কোরিয়ার বক্তব্য, তারা ১৯৯৪ সালেই আইএইএ থেকে বের হয়ে গেছে, তাই এই সংস্থার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।
এর আগে কিম জং উন নিজ দেশের অস্ত্র গবেষণা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সেখানে তিনি পারমাণবিক এবং প্রচলিত—দুই ধরনের সামরিক শক্তি আরও বিস্তৃত করার ঘোষণা দেন।
সূত্র: শাফাক নিউজ
মন্তব্য করুন
