

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ সময় সেনা নিরাপত্তার ভেতরে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে তিনি রাজধানী কাঠমান্ডুর শিবপুরীতে সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি সেখান থেকে বের হয়ে ভক্তপুরের গুন্ডু এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।
৯ সেপ্টেম্বরের জনজোয়ারে বিক্ষোভের সময় ওলির নিজস্ব বাড়িতে অগ্নিসংযোগ করে হয়। তরুণদের টানা আন্দোলনের মুখে সেদিনই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
ক্ষমতা ছাড়ার মাত্র ১০ দিনের মাথায় সেনা পাহারা ত্যাগ করে জনগণের সামনে ফিরে আসেন ওলি। তবে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে তার দল সিপিএন–ইউএমএল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম জানান, চেয়ারম্যানের বর্তমান অবস্থান সম্পর্কে দলের কাছে কোনো তথ্য নেই।
গত ৮ সেপ্টেম্বর দুর্নীতি, দমননীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদে রাস্তায় নামে নেপালের তরুণ প্রজন্ম। নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ব্যবহার করে আন্দোলন দমন করতে গেলে বহু জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং কারফিউ জারি করা হয়। পরদিনও বিক্ষোভ অব্যাহত থাকায় চাপের মুখে পদত্যাগ করেন ওলি। ওই সময় বিভিন্ন সরকারি স্থাপনা ও রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা চালানো হয়। এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৭২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। পরে নতুন করে মন্ত্রিসভায় আরও তিনজন সদস্য যোগ দেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    