শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি গেল কিশোর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
expand
বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি গেল কিশোর

আফগানিস্তান থেকে ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পৌঁছেছে এক কিশোর।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কাবুল থেকে ছেড়ে আসা কেএএম এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে। ফ্লাইটটি ছিল আরকিউ-৪৪০১, যেটি দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লিতে পৌঁছায়।

জানা গেছে, কুন্দুজ শহরের ওই ১৩ বছরের ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের ল্যান্ডিং গিয়ার অংশে উঠে পড়ে। অবতরণের পর নিরাপত্তা কক্ষে তার ঘোরাফেরা চোখে পড়ে কর্মীদের। পরে তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কৌতূহল থেকেই সে বিমানে উঠেছিল। দুপুরে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় কাবুলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন