রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাকে ফ্যাসিস্ট বলতে পারো’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ট্রাম্প বলেন, মামদানি যদি তাকে ‘ফ্যাসিস্ট’ বলে থাকেন, তাতে তার কোনো আপত্তি নেই। নির্বাচনী প্রচারণার সময় মামদানি এ মন্তব্য করেছিলেন।

শনিবার (২২ নভেম্বর) সিএনএন জানায়, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য এক-শহরকে ভালোভাবে পরিচালিত করা। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি আরও উল্লেখ করেন, আমি মনে করি তিনি একজন দক্ষ মেয়র হবেন। তার সাফল্য আমাকে আনন্দিত করবে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও তার কিছু উদ্যোগ রক্ষণশীল এবং উদারপন্থী উভয় শ্রেণিকেই বিস্মিত করতে পারে।

বৈঠক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে মেয়র মামদানি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পেরে আমি কৃতজ্ঞ। আমরা জীবনযাত্রার ব্যয়, ভাড়া, মুদিখানা ও ইউটিলিটির চাপ কমাতে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।

রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও উভয় নেতা শহরের উন্নয়ন এবং বাসিন্দাদের অর্থনৈতিক সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন