

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর হাতে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক-আর সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
নাটকীয় এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের নন্দা নগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সন্দীপ শামি, যিনি স্থানীয় নগর প্রশাসন দপ্তরের একজন কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসের করবা চৌথ উপলক্ষে এক নারী হঠাৎ স্বামীকে তার পরকীয়া প্রেমিকার সঙ্গে বাজার করতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তেই রাস্তায় শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর। ওই দিন প্রেমিকাকে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন সন্দীপ। এ সময় স্ত্রী হঠাৎ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, স্ত্রী এক হাতে স্বামী ও অন্য হাতে প্রেমিকাকে ধরে টানছেন এবং চিৎকার করছেন। স্বামী ও প্রেমিকা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি ছাড়তে রাজি হননি। প্রায় আধা ঘণ্টা ধরে রাস্তায় চলে এই উত্তেজনাপূর্ণ দৃশ্য।
পথচারীদের কেউ কেউ পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কেউ স্ত্রীর সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন-ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনা ঠিক হয়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন
