শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে ইসরাইলি হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
কাতারের রাজধানী দোহায় হামলা
expand
কাতারের রাজধানী দোহায় হামলা

কাতারের রাজধানী দোহায় হঠাৎ করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চালানো এই আক্রমণে অন্তত ১২ দফা বোমা নিক্ষেপ করা হয়। তবে হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন এবং নিরাপদে আছেন বলে জানা গেছে।

প্রধান লক্ষ্য ছিলেন হামাসের নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিনসহ সংগঠনের আরও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তারা তখন একটি হোটেলে অবস্থান করছিলেন, যেখানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। হোটেলটি ক্ষতিগ্রস্ত হলেও নেতারা অক্ষত থাকেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, হামলার পরিকল্পনা ও সমন্বয় সরাসরি তার নির্দেশেই হয়েছে।

কাতার এই আক্রমণকে সন্ত্রাসী কার্যক্রম বলে নিন্দা জানিয়েছে। ইরানসহ একাধিক আরব দেশও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এই ধরণের হামলা গাজার শান্তি প্রক্রিয়া অনিশ্চিত করে দিতে পারে।”

এই হামলার কয়েকদিন আগেই ইসরাইলি সেনাপ্রধান ইয়ার জামির হুমকি দিয়েছিলেন— বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যা করা হবে। তার কিছু পরই ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি তাদের সরকার মেনে নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন